ঝিনাইদহের শৈলকূপার ফুলহরি গ্রামে দুর্গামন্দিরে প্রতিমা ভাংচুর - ২৩.৯.২৫

 


ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার ফুলহরি গ্রামে দুর্গা মন্দিরে প্রবেশ করে প্রতিমা ভাংচুর করে মনজের আলী নামক এক ব্যাক্তি। ২৩শে সেপ্টেম্বর মঙ্গলবার (২০২৫) ভোররাতে এই ঘটনা ঘটে। 

এ বিষয়ে মন্দির কমিটির সভাপতি বিকাশ কুমার বিশ্বাস বলেন, "ভোররাত চারটা পর্যন্ত আমাদের লোকজন মন্দিরের পাহারায় ছিলেন। এরপর মনজের আলী কাজটি করেন। তিনি অসুর, কার্তিক, সরস্বতীসহ ছয়টি বিগ্রহের মাথা ভেঙেছেন। সকাল ৯টার সময় আমরা এসে দেখতে পাই যে প্রতিমা ভাঙচুর করা হয়েছে।"

সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করে পুলিশ সোপর্দ করা হলে পরবর্তীতে তাকে মানসিক প্রতিবন্ধী দাবী করা হয় ।

 


সূত্রঃ 

১. https://www.prothomalo.com/bangladesh/district/71nhnlh28i

২. https://jamuna.tv/news/639110 

৩. https://dailysokalersomoy.com/news/135916 

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন