জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় একটি মন্দিরে শারদীয় দুর্গা পূজার জন্য তৈরি সাতটি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। সরিষাবাড়ী পৌরসভার তাড়িয়াপাড়া এলাকায় ‘তাড়িয়াপাড়া মন্দিরে’ রোববার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে মন্দির কমিটির সভাপতি গয়েশ চন্দ্র বর্মণ জানান।
এ ঘটনায় সরিষাবাড়ি পৌরসভার শিমলাপল্লী গ্রামের সোহরাব মিস্ত্রির ছেলে ৩৫ বছর বয়সী হাবিবুর রহমানকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন জানান।
তিনি বলেন, ‘তাড়িয়াপাড়া মন্দিরে দুর্গা পূজার সব আয়োজন শেষ করে প্রতিমা নির্মাণ শিল্পীদের বিদায় দেয় মন্দির কর্তৃপক্ষ। শনিবার গভীর রাতে একজন হঠাৎ মন্দিরে ঢুকে সাতটি প্রতিমার মাথাসহ বিভিন্ন অংশ ভেঙে চলে যায়। রোববার সকালে মন্দিরে গিয়ে প্রতিমা ভাঙা দেখতে পায় মন্দির কমিটির লোকজন ‘
মন্দির কমিটির সভাপতি গয়েশ বর্মণ বলেন, ‘মহালয়ার দিনে মন্দিরে গিয়ে সব প্রতিমা ভাঙা দেখে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মন্দিরের সিসি টিভি ফুটেজ দেখে একজনকে গ্রেপ্তার করে।’
সরিষাবাড়ী থানার ওসি রাশেদুল হাসান বলেন, ‘এ ঘটনায় গ্রেপ্তার হাবিবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন বলেন, ‘পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন এবং সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে হাবিবুর রহমানকে গ্রেপ্তার করেছে। কি কারণে ওই যুবক প্রতিমা ভাঙচুর করেছে, তা ক্ষতিয়ে দেখছে পুলিশ।’
জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শংকর রায় জানিয়েছেন, এবার জামালপুরে ২০৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
সূত্রঃ
১. জামালপুরে মন্দিরে প্রতিমা ভাঙচুর, আটক-১
২. https://www.somoyerkonthosor.com/post/2025/09/21/68cf9ad7d02f1
৩. https://www.amadershomoy.com/country/article/159331
৪. https://www.jaijaidinbd.com/crime/577823
একটি মন্তব্য পোস্ট করুন