মানিকগঞ্জে শেষ রাতে কালী মন্দিরে অগ্নিসংযোগ, তদন্তে কমিটি
মানিকগঞ্জ সদর উপজেলায় একটি কালী মন্দিরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৭.৫.২০২৫) শেষ রাতে উপজেলার গড়পাড়া ইউনিয়নের ঘোনাপাড়া এলাকার যুগল চন্দ্র দাসের বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানান মানিকগঞ্জ পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুন।
যুগল চন্দ্র দাস বলেন, “রাত ৩টা থেকে ৪টার মধ্যে কে বা কারা আগুন দিয়েছে। মন্দিরের বেশ ক্ষতি হয়েছে। এলাকার লোকজন এসে আগুন নেভালেও অনেক কিছু পুড়ে গেছে। মন্দিরটি স্থাপনের ৫০ বছরে এমন ঘটনা ঘটেনি”
ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ সুপার ইয়াসমিন খাতুন বলেন, ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে মানিকগঞ্জ জেলা প্রশাসক মনোয়ার হোসেন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
“এ ঘটনায় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী হাকিম সাথী দাসকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে কীভাবে আগুন লেগেছে না কেউ লাগিয়েছে বলতে পারব।”
সূত্র: মানিকগঞ্জে শেষ রাতে কালী মন্দিরে অগ্নিসংযোগ, তদন্তে কমিটি
একটি মন্তব্য পোস্ট করুন