১০ই সেপ্টেম্বর ২০২৫ রোজ মঙ্গলবার পঞ্চগড় জেলার সদর উপজেলার মাগুরা ইউনিয়নের আয়মা ঝলই মহারানী বাঁধ এলাকার কালী মন্দিরে রাতের আঁধারে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং এক ব্যক্তিকে আটক করে। কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আটক ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বা ‘পাগল’। পুলিশের এই মন্তব্যে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় সনাতনী সম্প্রদায়। তাদের অভিযোগ “প্রতিবারই ঘটনার পর একজনকে ধরে ‘পাগল’ বলা হয়। অথচ স্পষ্টতই পরিকল্পিতভাবে প্রতিমা ভাঙচুর ও ধর্মীয় উস্কানি দেওয়া হচ্ছে। প্রশাসনের ভূমিকা এখন প্রশ্নবিদ্ধ।
একটি মন্তব্য পোস্ট করুন