একটি হৃদয়বিদারক ঘটনা:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় উপাসনালয়ের গর্ভগৃহের গ্লাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। আগামীকাল(১৪ই এপ্রিল) চৈত্র সংক্রান্তি উপলক্ষে মন্দির পরিষ্কার করার উদ্দেশ্য আজ রাত ৯:৩০ এর দিকে আমি (রিপন দাশ, ফিমস’১৭) ও প্রত্যয় মজুমদার (কেমিস্ট্রি-১৭) মন্দিরে প্রবেশ করি।
মন্দিরের গর্ভগৃহের তালা খুলে মেঝেতে ভাঙা কাঁচের টুকরাে দেখতে পাই। লক্ষ্য করি গর্ভগৃহের পশ্চিম পার্শ্বের (ময়নাদ্বীপ যেদিকে) জানালার উপরের কাঁচের একটি বৃহৎ অংশ ভাঙা ও মেঝেতে একটি বড় ইটের টুকরো। সমস্ত গর্ভগৃহের মেঝে ভাঙা কাঁচের টুকরো দিয়ে ভর্তি। এর পরপরই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে (প্রক্টর স্যার) জানানো হলে সহকারী প্রক্টর ও আনসারের প্লাটুন কমান্ডার ঘটনাস্থল পরিদর্শন করেন।এ ঘটনায় আমরা নোবিপ্রবির সনাতনী সম্প্রদায় অত্যন্ত উদ্বিগ্ন ও মর্মাহত। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এর সুষ্ঠ তদন্ত আশা করছি।
নোবিপ্রবি সাংবাদিক সমিতি-নোবিপ্রবিসাস
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব
একটি মন্তব্য পোস্ট করুন