ফেনীর দাগনভূঞায় চালক সমীর কুমার দাসকে পিটিয়ে ও কু/পিয়ে হ/ত্যা করে অটোরিকশা ছিনতাই - ১১.১.২০২৬

 ▪️ফেনীর দাগনভূঞায় চালক সমীর কুমার দাসকে পিটিয়ে ও কু/পিয়ে হ/ত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাতে দাগনভূঞা উপজেলার হাসপাতাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত রিকশা চালকের নাম সমীর কুমার দাস (২৮)। তিনি মাতুভূঁইয়া ইউনিয়নের রামানন্দপুর গ্রামের জেলে বাড়ির কার্তিক কুমার দাসের ছেলে। পুলিশ বিষয়টিকে পরিকল্পিত হ+ত্যা+কাণ্ড বলে মনে করছে।

পুলিশ, এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবন নির্বাহ করে আসছে সমীর কুমার দাস। রোববার রাতে সমীর বাড়িতে না ফেরায় শহরের বিভিন্ন স্থানে তাকে খুঁজতে থাকে স্বজনরা। একপর্যায়ে তারা বিষয়টি পুলিশকেও অবহিত করে। রাত ২টার দিকে স্থানীয় লোকজন দক্ষিণ করিমপুর মুহুরি বাড়ির পাশে সমীরের র-ক্তাক্ত ম-রদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজুল আজিম নোমান জানান, দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় স্বজনরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তারা এজহার দায়ের করবেন। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে।





 

 

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন