চন্দন প্রতাপ,মাগুরাতে নতুন রাধাকৃষ্ণ মূর্তি ভাঙচুর - ৯.৪.২৫
0
চন্দন প্রতাপ,মাগুরা
নতুন ভাবে পুণঃনির্মিত মন্দির টিতে রাধাকৃষ্ণ-এর শ্রীবিগ্রহ ভাংচুর করা হয়। মন্দির’টি জনমানব বিহীন মাঠের মধ্যে। গতকাল রাতে এমন ঘটনা ঘটেছে, যা অত্যন্ত স্পর্শকাতর ও দুঃখজনক।
মাগুরা তে এরকম ঘটনার নজির খুবই কম।নিকট অতীতে ২০১৬-১৭ সালে নতুন বাজার এলাকায় একটা বাড়িতে বিগ্রহ ভাংচুর করে। ঘটনাস্থলে অপরাধী ধরা পড়ে, পাগল দাবি করে পরে তাকে ছেড়ে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।
একটি মন্তব্য পোস্ট করুন